Pages

Tuesday, October 25, 2016

কিছু বাস্তব কথাঃ-
.
রিলেশনে গেলেই সারাদিন চ্যাট করা লাগবে,মিনিটে মিনিটে ফোনে কথা বলা লাগবে এটা একটা মারাত্মক ভুল ধারণা!
.
আমরা তো আমাদের পিতা মাতাদের কেও অনেক
বেশি ভালবাসি।কই? তাঁদের সাথে তো চ্যাটিং
বা টেক্সটিং বা সারাদিন ফোনে কথা বলার প্রয়োজন পড়ে না!
.
আসলে ঘাপলা টা কোথায় বলি?
আমরা যাঁদের সাথে রিলেশনশিপে যাই তাঁদেরকে আমরা হাত ছাড়া করতে চাই না বলেই সময়ে অসময়ে
সুসময়ে দুঃসময়ে আমরা তাঁদের সাথে যোগাযোগ
অব্যাহত রাখার নেশায় মেতে থাকি।একটু অসাবধান হলেই যদি সে অন্য কারও প্রেমে পড়ে যায়!
.
আরেক ছেলের কাছে একটু বেশি কেয়ারিং পাওয়া যায়,বা আরেক মেয়ের কাছে যদি একটু বেশি ফ্যান্টাসি পাওয়া যায়।তাহলেই যদি আমাদের প্রেমিক/প্রেমিকা হুটহাট করে খেলার মোড় ঘুরিয়ে দিয়ে চলে যায়!!
..
এজন্যই আজ মোবাইল কোম্পানিগুলোর এত
জমজমাট ব্যবসা।বিশ্বাস করুন,রিলেশনশিপে থাকা
প্রতিটা মানুষের অন্য কিছু মনে থাকুক আর না থাকুক,কোন মোবাইল সিম অপারেটরে কখন কোন কলরেট চলে সেটা ঠিকই মুখস্থ থাকে!
.
.
তো যাই হোক, একটা তিতা সত্যি কথা বলি!
এটা হল,আপনার প্রেমিক/প্রেমিকা যদি আপনার সাথে শতভাগ
অনেস্ট থাকে,তাহলে আপনি তাঁকে সময় না
দিলেও সে শেষ পর্যন্ত আপনার সাথেই থাকবে।
.
আর যদি তাঁর মধ্যে রেশমি জিলাপির প্যাঁচ থাকে,তাহলে আপনি তাঁর সাথে দিনরাত ২৪ ঘন্টা
ফোনে চিপকায় থাকলেও দেখা যাবে সে কানে ফোন
লাগায় আপনাকে শান্ত করতেছে,অন্যদিকে হাতে
আরেক ডিভাইস নিয়ে একাধিক মানুষের সাথে
টেক্সটিং এ ব্যস্ত হয়ে আছে!!
.
সুতরাং,ভুল মানুষটিকে ভালবেসে একাধিক ভুল
উপায় ব্যবহার করে তাঁকে হাতে রাখার ব্যর্থ প্রচেষ্টা
করার থেকে সঠিক মানুষটিকে ভালবাসুন।

No comments:

Post a Comment