এনএসইউ কনফেশন পেইজে একটা লেখা প্রকাশিত
হয়েছে মধ্যবিত্ত শ্রেনীর বাংলা মিডিয়ামের ছাত্র
ছাত্রীর সাধারণ জীবন উচ্চবিত্তদের কাছে খ্যাত
হিসেবে ৷ এককালে উচ্চবিত্তের সন্তানেরাই শুধু
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরবার সুযোগ পেত
অবৈধ অর্থের জোরে ৷ তাদের বড় অভিযোগ
মধ্যবিত্ত শ্রেনীর বাংলা মিডিয়ামের পোলাপান
ছেয়ে গ্যাছে ক্যাম্পাস ৷ জেলের
পরিবর্তে পানি দিয়ে চুল খাড়া করেন,
ময়লা জামা কাপড় পরিধান করেন,
গালাগালি দিয়ে মত প্রকাশ প্রতিষ্ঠা করেন, টেম্পু
ভাড়া ছাড়া একটাকাও এক্সট্রা থাকে না,
বাংলা মিডিয়ামের পোলাপাইন খ্যাত, উচ্চবিত্ত
মেয়েদের সাথে কথা বললে অজ্ঞান হয়ে যায়
ব্লা ব্লা ব্লা ৷ উচ্চবিত্ত ইংলিশ মিডিয়ালিস্ট
ভাই এন্ড বৈনস একটু থামেন আপনেগো চোর
চোট্টা বাপের অবৈধ কামাই খায়
না আমাগো বাপে যে বস্তা ভরা ঘুষের
ট্যাকা দিয়া ইংলিশ মিডিয়ামে পড়াইব ৷
আমাগো গতর খাইট্টা ইংলিশ মারাইতে হয় ৷
আবার পরিশুদ্ধ
ইংলিশে না লিখে বাংলিশে লেখা জোখা করেন ৷
আপনাগো কথা কথা শুনলে আমার ব্রিটিশ
আমলের ফিরিঙ্গিগো মনে পৈরা যায় ৷ বাংলায়
জন্মাইসেন ঠিকই সার্টিফিকেট লন
আম্রিকা নাইলে লন্ডন থেকে জানেন না শহীদ,
স্বাধীনতা দিবস কি, বাংলা মাসের নাম, উত্সবের
নাম ! আপনাগো কলঙ্কিত এমএমএস পিরিত
তো ফ্ল্যাটের ছাদ পেরিয়ে সাইবার স্পেসে ঠাই
নিয়েছে, ৷ নৈতিকতার এবরশন হসপিটালের
বারান্দায় বারান্দায়, আমরা আমার এতে অক্ষম ৷
সত্যি আমাদের সেই ক্লাস নেই !
প্রতিটি মানুষকে সম্মান করবার
শিক্ষাটা যারা করতে শিখেনি, তাদের
আন্তর্জাতিক সার্টিফিকেট একটা এ ফোর সাইজ
ব্ল্যান্ক শিট ! বেশি না মাত্র দুই পুরুষ
পেছনে থাকা নানা দাদাগো কাছে গিয়া দ্যাখেন,
এখনো নোংরা জামায় পরিশ্রমী ডিওড্রেন
বিহীন ঘামের বোটকা গন্ধ ! যাদের
অবদানে আজকে ফুটাঙ্গি মাইরা বেড়াও ৷
No comments:
Post a Comment