Pages

Wednesday, July 27, 2016

ফ্যান পোস্ট ঃ
''হৃদয়ের স্পন্দনে সর্বদা যে বসত করে তার জন্য এই চিঠি''(০১-১০-০১ ২)
লেখিকাঃ নির্ঝরিণী
প্রিয় শুভ,
আজ তোমাকে নিয়ে লিখব চিঠি।কি লিখব তা তো জানি না কিন্তু তারপরও খুব ইচ্ছা করছে তোমার জন্য লিখতে।হৃদয়মন্দিরের আবছা স্বপ্নগুলো রঙ্গিন কাগজে এলোমেলো ভাবে হলেও ইচ্ছা করছে সাজতে।কষ্ট করে বুঝে নিও তুমি তোমার মত করে
ভাল আছ জান আমার? আমি তো সব সময় ভাল থাকি,তা তুমি জান।যখন শুনি তুমি ভাল আছ তখন আরো বেশি ভাল থাকি।তোমার ভাল থাকা আমার কাছে অনেক কিছু কারণ, বেশির ভাগ সময় তোমার মন খারাপ থাকে। তাই সব সময় বিধাতার কাছে আকুতি জানায় তোমাকে যেন ভাল রাখে…
হে প্রিয়,
তুমি এমন কেন?কিছুই কি বুঝ না,নাকি বুঝেও না বুঝার ভান কর।
কি…! অবাক হবার কিছু নেই দুষ্টামী করছি।আমি তো জানি আমাকে তোমার কত ভাল লাগে।তবে তুমি হয়তো বুঝ না তোমাকে আমার কতটা ভাল লাগে,কেন তোমার জন্য হৃদয় কাঁদে,মন চায় বার বার ছুঁটে যেতে।পাশে রাখতে সর্বক্ষণ,শুনতে ভাল লাগে সুমধুর কথাগুলো।তোমাকে হৃদয়ের কোন স্থানে রেখেছি সেটা শুধু এই মন জানে আর কেউ নয়।
তুমি হয়তো জান না তুমি আমার প্রথম ভাললাগা ভালবাসা।তুমি সে পুরুষ যাকে ১ম জীবনের সাথে জড়ানোর স্বপ্ন দেখা।যার জন্য অপেক্ষা করাও যেন নতুন কিছুর সূচনা।যখনি বল আজ আসি তখনি মনে মনে বলি কি এমন ক্ষতি হয় আজীবন দু'জন যদি পাশাপাশি থাকি।পরক্ষণে ভাবি মন বলে তো কিছু আছে তা নাহলে কেন তুমি ভিন্নপথে।না হয় মন
নয়,তোমার রয়েছে আকাশ সমান চাওয়া পাওয়া।তুমি হয়তো নদীর স্রোত খুঁজছো সাগরের ঢেউ নয়।হায়! :) কপাল জীবনে যাকে ভালবাসলাম তাকে বলতে পারবো না "আমি তোমাকে ভালবাসি"
ভয় হয় অনেক বেশি ভয়।যদি বলি ভালবাসি তবে পারবে কি গ্রহণ করতে,অন্য কিছু নয় ভালবাসার বন্ধনে হৃদয়ে টেনে নিতে?জানি তুমি পারবে না।হয়তো এখন যতটা কাছে আছি তার চেয়ে অনেক দূরে সরে যাবে। আমার রাতের আকাশে দেখা যাবে না চাঁদ,তারা। দিনের আকাশ রবে মেঘে ঢাকা।আর সে কারণে ব্যথিত হৃদয়ে তোমার মাঝে এখনো আমার বিচরণ।কখনো ভাবিনি কাউকে এভাবে ভালবেসে ফেলব,স্বপ্নও দেখিনি ভুলে কল্পনাও ভাবিনি ।তুমি তো বলেছিলে,আমিও ভেবেছিলাম কখনো বন্ধুর চেয়ে বেশি কিছু হবে না।সব ই ঠিক ছিল কিন্তু মনের কাছে আমি হেরে গেলাম।তোমাকে মিথ্যা বলতে পারি,সারা পৃথিবীকে মিথ্যা বলতে পারি কিন্তু হৃদয়ের সাথে মিথ্যা বলা যায় না।মন তো জেনে গেছে তোমাকে আমি ভালবাসি।তোমার সাথে নয় মনের সাথে করছি ছলনা।
থাক ওসব কথা।যা হবার হবে তবু তোমাকে বিন্দুমাত্র কষ্ট দিব না।শ্রাবণের বৃষ্টি ছাড়া কোন জল-ই তোমাকে ছুঁতে পারবে না।দীর্ঘশ্বাসে আমি রব না।তোমার ভাবনার কভু কারণ হব না।
আজ রাতের আকাশে মেঘকে বলেছি একটু জানালার কাছে আসতে।চিঠিখানা পেয়ে যাবে ঊষা হবার আগে।চিঠি পড়ে ইচ্ছা হলে চলে এসো মেঘের ভেলায় চড়ে।তাও যদি না পার মেঘ হলেও একটু ছুঁয়ে দেখ আমার কথা ভেবে।আমারি পরশে ভরিয়ে দিলাম প্রতিটা অক্ষরে।যখনি পড়বে ভেবে নিও আমি আছি তোমার সস্পর্শে।
ভাল থাকো ভাল থাকো অনেক বেশি ভাল থাকো প্রিয় আমার…
যবনিকা
নির্ঝরিণী।
(এই যে দেখ চলে এসেছে।দাঁড়াও মেঘ্দূত এই তো শেষ ভাঁজ করে আনছি।নাও পৌঁছে দিও জান পাখির কাছে আর শোন ওর পরশ নিয়ে ফিরে এসো গোধূলীর আগে,একটু তো দেরি হবে তাই অপেক্ষায় থাকব সান্ধ্যদ্বীপ জ্বেলে)

No comments:

Post a Comment