Pages

Wednesday, July 27, 2016

::::::একটি Awesome ভালবাসার গল্প::::::
একবার প্রেমিক
প্রেমিকা বিয়ে করবে বলে ঠিক
করলো, বিয়ের কয়েক মাস আগে মেয়েটির
এক্সিডেন্ট
হল আর তাঁর চেহারা পুরোপুরি নষ্ট হয়ে গেল!
এর পর মেয়েটি ছেলেটিকে লিখল আমি তোমাকে বিয়ে করতে পারবোনা আমি সারাজীবন
এমন কুৎসিত থেকে যাব তুমি তোমার জন্য
সুন্দরি কোন মেয়ে খুজে বের কর কারন
আমি তোমার
যোগ্য না !
এরপর সে তাঁর প্রেমিক এর কাছ থেকে উত্তর পেল
"যাই হোক আমার নিজের ও
একটা সমস্যা হয়েছে আমার
চোখে সমস্যা হয়েছে ডাক্তার
বলেছে আমি অন্ধ হয়ে থাকব এর পরেও
যদি তুমি আমাকে গ্রহন করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব!
এভাবেই তারা বিয়ে করে আর
ভালোবাসা বোঝাপড়া আর আনন্দে ২০ বছর পার
করে দেয় মেয়েটি অন্ধ স্বামী এর চোখের
আলো আর
পথ প্রদর্শক হয়ে থাকে ! এরপর একদিন মেয়েটি মৃত্যু সজ্জাতে চলে যায় কিন্তু মন
খারাপ
করে ফেলে যে সে তাঁর প্রিয়তমকে আবার অন্ধ
অবস্থায় ফেলে যাবে !!
শেষ পর্যন্ত সে মারা যায়!
যেদিন সে মারা যায় সেদিন ই তাঁর স্বামী সবাই কে অবাক করে দিয়ে চোখ
খোলে সে বলে "
আমি অন্ধ ছিলাম না আমি ভান করতাম
যে আমি অন্ধ কারন সে যাতে নিজেকে তাঁর
অসুন্দর
চেহারার জন্য নিজেকে কখনো ছোট মনে করতে না পারে
কারন আমার ভালোবাসা তাঁর
চেহারার প্রতি ছিলনা ছিল তাকে ঘিরেই"
like,comment,share করে সাথেেই থাকুন!!!!!!!!!

No comments:

Post a Comment