Pages

Wednesday, July 27, 2016

Fan Post------
দেখতে দেখতে সৃতির পাতা থেকে ৬ মাস ১২ দিন চলে গেল। মনে পড়ে, বৈশাখ মাস এর এক পরন্ত বিকালে, তোমার সাথে আমার দেখা। তার পর থেকে এক সাথে হেঁটে চলা। জানো বন্ধুরা আমাদের এই সম্পর্কের নাম দিয়া ছিল মানিকজোড়। আমরা কেউ কাউকে ছাড়া একটি মুহূর্ত থাকতে পারতাম না, মনে পরে তোমার?

 আর আজ আমার সাথে তোমার সম্পর্কটা রাখা নাকি তোমার কাছে শর্ত সাপেক্ষ বিষয়। কাল যখন তুমি বললে, আমি নির্লজ্জ, শুনে বেশ লেগেছিল। হা,আমি নির্লজ্জ, কারন আমি তোমার শত অপমান সহ্য করে তোমায় ভালবেসে গিয়েছি। হা তুমি ঠিকই বলেছ, আমি স্বার্থপর, কারন আমি সব কিছুর ভাগ দিতে পারব, কিন্তু তোমাকে অন্য কারো অংশ হতে দিবনা। জানো, মানুষ যাকে বেশি ভালবাসে, তাকে হারানোর ভয় ঠিক ততটাই তাকে গ্রাস করে। জানো আজ আকাশটা আর দেখতে পারিনা, কারন আমার চারিদিকে আজ ঘন ঘটা মেঘ। জানো আমি আর আগের মত চঞ্চল নেই, যেখানেই যাই, থম মেরে বসে থাকি, নিজেকে মাঝে মধ্যে বৃক্ষের সাথে তুলনা করি। আমি খুনি, কারন আমি আমার ভালবাসাকে হত্যা করেছি। আজ আমি তোমাকে কিছু কষ্টের কথা বলবো, তখন আমাদের সম্পর্কের ট্রেনটা সবেমাত্র যাত্রা শুরু করেছে, তুমি বললে, আমি যদি কখনও বলি, তুমি আমার সাথে আর যোগাযোগ রাখবেনা, তুমি মেনে নিও, তুমি কোন কৈফত চেও না। ভালবাসা তখন ঠিক বুজতাম না, তবে ১ টি জিনিস বুজতে পেরেছিলাম, আমার নয়ন বেয়ে গরম কিছু পানি বের হয়ে ছিল। তার নাম যদি ভালবাসা হয়, তবে আমি তোমায় ভালবাসাতাম। তুমি ১ দিন বলেছিলে, আমি নাকি প্লে বয়, সেদিন আমার দু চোখ বেয়ে রাজ্যের দুঃখ গুলো হাত ধরা ধরি করে গড়িয়া পরেছিল। এর নাম যদি ভালবাসা হয়,তবে হা আমি তোমায় ভালবাসতাম।
যখন তুমি রাগ হয়ে আমায় তুই তুকারি করতে, বোনাস হিসাবে কোন কিছুর বাচ্চা বলতে, তখন আমি নিরবে কাদতাম। এর নাম যদি ভালবাসা হয়, তবে হা আমি তোমায় ভালবাসি। যখন তোমার কাছে বার বার ক্ষমা চাওয়ার পর ও তুমি আমায় নিয়ে ভতশনা কর, তখন আমার অনেক মন খারাপ হয়, এর নাম যদি ভালবাসা হয়, তবে আমি তোমায় ভালবাসি। যখন রাস্তা পার হওয়ার সময়, রাস্তার দিকে না তাকিয়ে, ফোন এর বাটন এর দিকে তাকিয়ে থাকি, যখন জীবন এর ঝুকির চেয়ে তোমার কাছে ফোন করাটা বেশি গুরুত্বপূর্ণ হয়, এর নামে যদি ভালবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালবাসি। যখন পরীক্ষা শুরুর ১ মুহূর্ত আগে তোমার কণ্ঠটা শুনতে চাই, এটা যদি ভালবাসা হয়, তবে আমি তোমায় ভালবাসি।
তবে হা, তুমি অনেক ভাল। আমি জানি তুমিও আমায় অনেক ভালোবাসো। জানো খুব ছোট বেলায় পুতুল খেলতাম, যখন ইচ্ছা হতো মেরে ফেলতাম। আজ নিজেকে পুতুল মনে হচ্ছে। আল্লাহ হয়ত এই জন্যই আমার সাথে এভাবে খেলছে, তবে তোমার ১ টা বড় গুন কি জানো, তুমি আমায় অতি সহজেই মাফ করে দাও। তোমার গুন গান কখনোই বলে শেষ করা যাবেনা। অনেক দিন ঠিক মত ঘুম হয় না, তাই আজ রাত এ গভীর একটা ঘুম দিব। অনন্তকালের ঘুম।

এই ছিল তপু আর জেরিন এর মধ্যে ফোন এ শেষ কথা। এর পর জেরিন কখনই তপুর ফোন খোলা পায়নি....................................।

No comments:

Post a Comment