কিছু বাস্তব কথাঃ-
.
রিলেশনে গেলেই সারাদিন চ্যাট করা লাগবে,মিনিটে মিনিটে ফোনে কথা বলা লাগবে এটা একটা মারাত্মক ভুল ধারণা!
.
আমরা তো আমাদের পিতা মাতাদের কেও অনেক
বেশি ভালবাসি।কই? তাঁদের সাথে তো চ্যাটিং
বা টেক্সটিং বা সারাদিন ফোনে কথা বলার প্রয়োজন পড়ে না!
.
আসলে ঘাপলা টা কোথায় বলি?
আমরা যাঁদের সাথে রিলেশনশিপে যাই তাঁদেরকে আমরা হাত ছাড়া করতে চাই না বলেই সময়ে অসময়ে
সুসময়ে দুঃসময়ে আমরা তাঁদের সাথে যোগাযোগ
অব্যাহত রাখার নেশায় মেতে থাকি।একটু অসাবধান হলেই যদি সে অন্য কারও প্রেমে পড়ে যায়!
.
আরেক ছেলের কাছে একটু বেশি কেয়ারিং পাওয়া যায়,বা আরেক মেয়ের কাছে যদি একটু বেশি ফ্যান্টাসি পাওয়া যায়।তাহলেই যদি আমাদের প্রেমিক/প্রেমিকা হুটহাট করে খেলার মোড় ঘুরিয়ে দিয়ে চলে যায়!!
..
এজন্যই আজ মোবাইল কোম্পানিগুলোর এত
জমজমাট ব্যবসা।বিশ্বাস করুন,রিলেশনশিপে থাকা
প্রতিটা মানুষের অন্য কিছু মনে থাকুক আর না থাকুক,কোন মোবাইল সিম অপারেটরে কখন কোন কলরেট চলে সেটা ঠিকই মুখস্থ থাকে!
.
.
তো যাই হোক, একটা তিতা সত্যি কথা বলি!
এটা হল,আপনার প্রেমিক/প্রেমিকা যদি আপনার সাথে শতভাগ
অনেস্ট থাকে,তাহলে আপনি তাঁকে সময় না
দিলেও সে শেষ পর্যন্ত আপনার সাথেই থাকবে।
.
আর যদি তাঁর মধ্যে রেশমি জিলাপির প্যাঁচ থাকে,তাহলে আপনি তাঁর সাথে দিনরাত ২৪ ঘন্টা
ফোনে চিপকায় থাকলেও দেখা যাবে সে কানে ফোন
লাগায় আপনাকে শান্ত করতেছে,অন্যদিকে হাতে
আরেক ডিভাইস নিয়ে একাধিক মানুষের সাথে
টেক্সটিং এ ব্যস্ত হয়ে আছে!!
.
সুতরাং,ভুল মানুষটিকে ভালবেসে একাধিক ভুল
উপায় ব্যবহার করে তাঁকে হাতে রাখার ব্যর্থ প্রচেষ্টা
করার থেকে সঠিক মানুষটিকে ভালবাসুন।
Lovestorybd.net
Tuesday, October 25, 2016
অদ্ভুত! !
আমার স্ত্রী প্রাইমারি টিচার। রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিলো। খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে করে উঠেছে।
আমি কাছেই বসে টিভি দেখছিলাম। মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাঁদছো কেনো!!!
আমার মিসেস বললো.. ক্লাস ওয়ানের পরীক্ষায় এক রচনা এসেছে। "my wish"
--তো কাঁদার কি হলো!!
--সব খাতা গুলো দেখলাম। সবাই ভালো লিখেছে। --তো?
--একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ দুটো জলে ভরে উঠলো।
--আচ্ছা বলো কি লিখেছে ওই বেবি।
মিসেস রচনা পড়তে শুরু করলো.....
আমার ইচ্ছা আমি স্মার্টফোন হবো।
আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে। কিন্তু আমায় ভালোবাসে না।
যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না।
ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে। কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা।
আমার বাবা স্মার্টফোনে গেম খেলে। কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি আমায় একটু কোলে নাও না বাবা। কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে।
মা কে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে। কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি।
আমার বাবা মা রোজ স্মার্টফোন টাকে যত্ন করে মোছামুছি করে। কিন্তু আমায় একটুও আদর করে না।
আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে পাপ্পি দেয়। কিন্তু আমায় একদিনও পাপ্পি দেয়নি মা।
আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়। কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না।
আমার মা রোজ চার পাঁচবার স্মার্টফোন টিকে চার্জ দেয়। কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায় মা। কিন্তু স্মার্টফোন টিকে চার্জ দিতে ভুলে না আমার মা।
তাই আমি স্মার্টফোন হবো।
আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় থাকতে চাই।
.
স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম..
--কে লিখেছে এই রচনাটি ?
--আমাদের সন্তান।
আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষন। অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে।....
আমার স্ত্রী প্রাইমারি টিচার। রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিলো। খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে করে উঠেছে।
আমি কাছেই বসে টিভি দেখছিলাম। মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাঁদছো কেনো!!!
আমার মিসেস বললো.. ক্লাস ওয়ানের পরীক্ষায় এক রচনা এসেছে। "my wish"
--তো কাঁদার কি হলো!!
--সব খাতা গুলো দেখলাম। সবাই ভালো লিখেছে। --তো?
--একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ দুটো জলে ভরে উঠলো।
--আচ্ছা বলো কি লিখেছে ওই বেবি।
মিসেস রচনা পড়তে শুরু করলো.....
আমার ইচ্ছা আমি স্মার্টফোন হবো।
আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে। কিন্তু আমায় ভালোবাসে না।
যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না।
ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে। কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা।
আমার বাবা স্মার্টফোনে গেম খেলে। কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি আমায় একটু কোলে নাও না বাবা। কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে।
মা কে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে। কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি।
আমার বাবা মা রোজ স্মার্টফোন টাকে যত্ন করে মোছামুছি করে। কিন্তু আমায় একটুও আদর করে না।
আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে পাপ্পি দেয়। কিন্তু আমায় একদিনও পাপ্পি দেয়নি মা।
আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়। কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না।
আমার মা রোজ চার পাঁচবার স্মার্টফোন টিকে চার্জ দেয়। কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায় মা। কিন্তু স্মার্টফোন টিকে চার্জ দিতে ভুলে না আমার মা।
তাই আমি স্মার্টফোন হবো।
আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় থাকতে চাই।
.
স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম..
--কে লিখেছে এই রচনাটি ?
--আমাদের সন্তান।
আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষন। অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে।....
Wednesday, July 27, 2016
::::::একটি Awesome ভালবাসার গল্প::::::
একবার প্রেমিক
প্রেমিকা বিয়ে করবে বলে ঠিক
করলো, বিয়ের কয়েক মাস আগে মেয়েটির
এক্সিডেন্ট
হল আর তাঁর চেহারা পুরোপুরি নষ্ট হয়ে গেল!
এর পর মেয়েটি ছেলেটিকে লিখল আমি তোমাকে বিয়ে করতে পারবোনা আমি সারাজীবন
এমন কুৎসিত থেকে যাব তুমি তোমার জন্য
সুন্দরি কোন মেয়ে খুজে বের কর কারন
আমি তোমার
যোগ্য না !
এরপর সে তাঁর প্রেমিক এর কাছ থেকে উত্তর পেল
"যাই হোক আমার নিজের ও
একটা সমস্যা হয়েছে আমার
চোখে সমস্যা হয়েছে ডাক্তার
বলেছে আমি অন্ধ হয়ে থাকব এর পরেও
যদি তুমি আমাকে গ্রহন করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব!
এভাবেই তারা বিয়ে করে আর
ভালোবাসা বোঝাপড়া আর আনন্দে ২০ বছর পার
করে দেয় মেয়েটি অন্ধ স্বামী এর চোখের
আলো আর
পথ প্রদর্শক হয়ে থাকে ! এরপর একদিন মেয়েটি মৃত্যু সজ্জাতে চলে যায় কিন্তু মন
খারাপ
করে ফেলে যে সে তাঁর প্রিয়তমকে আবার অন্ধ
অবস্থায় ফেলে যাবে !!
শেষ পর্যন্ত সে মারা যায়!
যেদিন সে মারা যায় সেদিন ই তাঁর স্বামী সবাই কে অবাক করে দিয়ে চোখ
খোলে সে বলে "
আমি অন্ধ ছিলাম না আমি ভান করতাম
যে আমি অন্ধ কারন সে যাতে নিজেকে তাঁর
অসুন্দর
চেহারার জন্য নিজেকে কখনো ছোট মনে করতে না পারে
কারন আমার ভালোবাসা তাঁর
চেহারার প্রতি ছিলনা ছিল তাকে ঘিরেই"
like,comment,share করে সাথেেই থাকুন!!!!!!!!!
একবার প্রেমিক
প্রেমিকা বিয়ে করবে বলে ঠিক
করলো, বিয়ের কয়েক মাস আগে মেয়েটির
এক্সিডেন্ট
হল আর তাঁর চেহারা পুরোপুরি নষ্ট হয়ে গেল!
এর পর মেয়েটি ছেলেটিকে লিখল আমি তোমাকে বিয়ে করতে পারবোনা আমি সারাজীবন
এমন কুৎসিত থেকে যাব তুমি তোমার জন্য
সুন্দরি কোন মেয়ে খুজে বের কর কারন
আমি তোমার
যোগ্য না !
এরপর সে তাঁর প্রেমিক এর কাছ থেকে উত্তর পেল
"যাই হোক আমার নিজের ও
একটা সমস্যা হয়েছে আমার
চোখে সমস্যা হয়েছে ডাক্তার
বলেছে আমি অন্ধ হয়ে থাকব এর পরেও
যদি তুমি আমাকে গ্রহন করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব!
এভাবেই তারা বিয়ে করে আর
ভালোবাসা বোঝাপড়া আর আনন্দে ২০ বছর পার
করে দেয় মেয়েটি অন্ধ স্বামী এর চোখের
আলো আর
পথ প্রদর্শক হয়ে থাকে ! এরপর একদিন মেয়েটি মৃত্যু সজ্জাতে চলে যায় কিন্তু মন
খারাপ
করে ফেলে যে সে তাঁর প্রিয়তমকে আবার অন্ধ
অবস্থায় ফেলে যাবে !!
শেষ পর্যন্ত সে মারা যায়!
যেদিন সে মারা যায় সেদিন ই তাঁর স্বামী সবাই কে অবাক করে দিয়ে চোখ
খোলে সে বলে "
আমি অন্ধ ছিলাম না আমি ভান করতাম
যে আমি অন্ধ কারন সে যাতে নিজেকে তাঁর
অসুন্দর
চেহারার জন্য নিজেকে কখনো ছোট মনে করতে না পারে
কারন আমার ভালোবাসা তাঁর
চেহারার প্রতি ছিলনা ছিল তাকে ঘিরেই"
like,comment,share করে সাথেেই থাকুন!!!!!!!!!
ফ্যান পোস্ট ঃ
''হৃদয়ের স্পন্দনে সর্বদা যে বসত করে তার জন্য এই চিঠি''(০১-১০-০১ ২)
লেখিকাঃ নির্ঝরিণী
প্রিয় শুভ,
আজ তোমাকে নিয়ে লিখব চিঠি।কি লিখব তা তো জানি না কিন্তু তারপরও খুব ইচ্ছা করছে তোমার জন্য লিখতে।হৃদয়মন্দিরের আবছা স্বপ্নগুলো রঙ্গিন কাগজে এলোমেলো ভাবে হলেও ইচ্ছা করছে সাজতে।কষ্ট করে বুঝে নিও তুমি তোমার মত করে ♥ ♥ ♥
ভাল আছ জান আমার? আমি তো সব সময় ভাল থাকি,তা তুমি জান।যখন শুনি তুমি ভাল আছ তখন আরো বেশি ভাল থাকি।তোমার ভাল থাকা আমার কাছে অনেক কিছু কারণ, বেশির ভাগ সময় তোমার মন খারাপ থাকে। তাই সব সময় বিধাতার কাছে আকুতি জানায় তোমাকে যেন ভাল রাখে…
হে প্রিয়,
''হৃদয়ের স্পন্দনে সর্বদা যে বসত করে তার জন্য এই চিঠি''(০১-১০-০১ ২)
লেখিকাঃ নির্ঝরিণী
প্রিয় শুভ,
আজ তোমাকে নিয়ে লিখব চিঠি।কি লিখব তা তো জানি না কিন্তু তারপরও খুব ইচ্ছা করছে তোমার জন্য লিখতে।হৃদয়মন্দিরের আবছা স্বপ্নগুলো রঙ্গিন কাগজে এলোমেলো ভাবে হলেও ইচ্ছা করছে সাজতে।কষ্ট করে বুঝে নিও তুমি তোমার মত করে ♥ ♥ ♥
ভাল আছ জান আমার? আমি তো সব সময় ভাল থাকি,তা তুমি জান।যখন শুনি তুমি ভাল আছ তখন আরো বেশি ভাল থাকি।তোমার ভাল থাকা আমার কাছে অনেক কিছু কারণ, বেশির ভাগ সময় তোমার মন খারাপ থাকে। তাই সব সময় বিধাতার কাছে আকুতি জানায় তোমাকে যেন ভাল রাখে…
হে প্রিয়,
Subscribe to:
Posts (Atom)